History, asked by hHarshit7812, 9 months ago

দেওয়ানির অধিকার, দ্বৈত শাসন ব্যবস্থা ও ছিয়াত্তরের মন্বন্তর কীভাবে একে অপরের সাথে সম্পর্ক ছিল?

Answers

Answered by vanshikaverma7
73

Answer:

  • বক্সারের যুদ্ধে ত্রি-শক্তির পরাজয়ের পর প্রায় সমগ্র উত্তর ভারত জুড়ে ইংরেজদের একছত্র আধিপত্য স্থাপনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে । এই অবস্থায় ১৭৬৫ খ্রীষ্টাব্দের মে মাসে বাংলায় ক্লাইভের দ্বিতীয়বার আগমন ঘটে । ১৭৬৫ খ্রিস্টাব্দের ১৬ আগষ্ট ক্লাইভ এলাহাবাদের প্রথম চুক্তিতে ৫০ লক্ষ টাকার বিনিময়ে কারা ও এলাহাবাদ প্রদেশ ছাড়া সমগ্র অযোধ্যা সুজা-উদ-দৌলাকে ফিরিয়ে দেওয়া দেয় । ক্লাইভ শাহ আলমকেও ১৭৬৫ খ্রিস্টাব্দের ১৬ আগষ্ট এলাহাবাদের দ্বিতীয় চুক্তি করে দিল্লির সিংহাসন ফিরিয়ে দেন । ইংরেজদের প্রতি কৃতজ্ঞতার প্রমান স্বরূপ কারা ও এলাহাবাদের বিনিময়ে এবং বাৎসরিক ২৬ লক্ষ টাকার করদানের শর্তে দ্বিতীয় শাহআলাম ইংরেজদের বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ে অধিকার দেন।এই ঘটনা দেওয়ানি লাভ নামে পরিচিত।
Similar questions