Physics, asked by mathematicswithnssir, 9 months ago

কোনো ব্যক্তি হাতে একটি সুটকেশ ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান কত হবে? ব্যাখ্যা করো।

Answers

Answered by gourabbala06
63

Answer:

কোনো ব্যাক্তি ভূমির সাথে লম্ব ভাবে ঝুলিয়ে অর্থাৎ ভূমির অনুভূমিক ভাবে একটি সুটকেস নিয়ে গেলে , সুটকেসের যে দিকে সরণ হয় সে দিকে বলের উপাংশ F.cos 90°= 0

অর্থাৎ অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান = সরণ × 0 = 0

কৃতকার্যের মান = 0

একে কর্যোহীন বল ও বলা যেতে পারে ।

Explanation:

I THINK IT WILL HELP YOU, AND PLEASE GIVE ME BRAINLIST.

BAY......

Similar questions