History, asked by subhosubhoroy5, 10 months ago

উপযুক্ত তথ্য সহযােগে নীচের ছকটি পূরণ করাে
যুদ্ধ
বিবাদমান পক্ষ
সময়কাল
ফলাফল
ট্রাফালগারের যুদ্ধ
লিপজিগের যুদ্ধ
ওয়াটারলুর যুদ্ধ​

Answers

Answered by ÚɢʟʏÐᴜᴄᴋʟɪɴɢ1
46

▶Good morning❤

_______________________

★ট্রাফালগারের যুদ্ধ★

ট্রপলাগার যুদ্ধ (২1 অক্টোবর 1805) নেপোলিয়নের যুদ্ধের (জুলাই-ডিসেম্বর 1805) যুদ্ধের সময় ফরাসি ও স্প্যানিশ নৌবাহিনীর যৌথ বাহিনীর বিরুদ্ধে ব্রিটিশ রয়াল নৌবাহিনী কর্তৃক যুদ্ধে নৌবাহিনীর একটি অংশ ছিল (1796- 1815)।

______________________

★লিপজিগের যুদ্ধ★

1812 সালে নেপোলিয়ন এর রাশিয়ান প্রচারণা সম্পূর্ণ ব্যর্থতা শেষ। এই সম্রাটের ষষ্ঠ ফরাসি বিরোধী জোট বিরোধীদের সৃষ্টি করতে চালিত। এটা তোলে রাশিয়া, ইংল্যান্ড, প্রুশিয়া, স্পেন, পর্তুগাল, সুইডেন গঠিত হয়।

লিপজিগ যুদ্ধেপ্রথম প্রধান যুদ্ধ Bautzen, বিজয়ী যার ফরাসি সেনা এসে এ প্রতিদ্বন্দ্বী মধ্যে স্থান গ্রহণ। সৈন্যরা ষষ্ঠ ফরাসি বিরোধী জোট Grosberenom, Katzbach এবং Dennewitz Kulm এ নেপোলিয়ন পরাজিত সফল হয়েছে। 1813 সালে মিত্রশক্তি ড্রেস্দেন্ এবং স্যাক্সনি উপর আক্রমণের চালু এবং শীঘ্রই লিপজিগ সময়ের সেই বিখ্যাত যুদ্ধের নেন।

______________________

ওয়াটারলুর যুদ্ধ

ওয়াটার লু'র যুদ্ধ ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংগঠিত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি, যথা- ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।

_______________________

Hope it's help

Answered by rafi4you
39

Answer:

ট্রাফালগারের যুদ্ধ

1. i) ইংল্যান্ড ও ফ্রান্স

  ii) ১৮০৫

iii) ফ্রান্সের শোচনীয় পরাজয় ঘটে । নেপোলিয়নের ইংল্যান্ড জয়ের স্বপ্ন চিরতরে শেষ হয়ে যায়

লিপজিগের যুদ্ধ

2. i) ফ্রান্স নেপোলিয়ন ও মিত্রশক্তি প্রাশিয়া ,রাশিয়া ,সুইডেন ,অস্ট্রিয়া ।

   ii)  ১৮১৩

  iii) এই যুদ্ধে নেপোলিয়ন মিত্র শক্তির কাছে পরাজিত হয় ।এই যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নের সাম্রাজ্যের ভাঙ্গন শুরু হয় ।অস্ট্রিয়া তার হারানো সাম্রাজ্য ফিরে পায় ।

ওয়াটারলুর যুদ্ধ​

3. i)ফ্রান্স নেপোলিয়ন ও অফ ওয়েলিংটন এর নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ও জার আলেক জান্ডারের নেতৃত্বে রুশ বাহিনী |

  ii) ১৮১৫

  iii)এই যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয় এই যুদ্ধের ফলে প্যারিসের    প্রথম ও দ্বিতীয় সন্ধি ও ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়। এই যুদ্ধে নেপোলিয়ন ব্রিটিশ নৌশক্তির কাছে আত্মসমর্পণ করেন |

Explanation:

Similar questions