উপযুক্ত তথ্য সহযােগে নীচের ছকটি পূরণ করাে
যুদ্ধ
বিবাদমান পক্ষ
সময়কাল
ফলাফল
ট্রাফালগারের যুদ্ধ
লিপজিগের যুদ্ধ
ওয়াটারলুর যুদ্ধ
Answers
▶Good morning❤
_______________________
★ট্রাফালগারের যুদ্ধ★
✴ট্রপলাগার যুদ্ধ (২1 অক্টোবর 1805) নেপোলিয়নের যুদ্ধের (জুলাই-ডিসেম্বর 1805) যুদ্ধের সময় ফরাসি ও স্প্যানিশ নৌবাহিনীর যৌথ বাহিনীর বিরুদ্ধে ব্রিটিশ রয়াল নৌবাহিনী কর্তৃক যুদ্ধে নৌবাহিনীর একটি অংশ ছিল (1796- 1815)।
______________________
★লিপজিগের যুদ্ধ★
✴1812 সালে নেপোলিয়ন এর রাশিয়ান প্রচারণা সম্পূর্ণ ব্যর্থতা শেষ। এই সম্রাটের ষষ্ঠ ফরাসি বিরোধী জোট বিরোধীদের সৃষ্টি করতে চালিত। এটা তোলে রাশিয়া, ইংল্যান্ড, প্রুশিয়া, স্পেন, পর্তুগাল, সুইডেন গঠিত হয়।
✴লিপজিগ যুদ্ধেপ্রথম প্রধান যুদ্ধ Bautzen, বিজয়ী যার ফরাসি সেনা এসে এ প্রতিদ্বন্দ্বী মধ্যে স্থান গ্রহণ। সৈন্যরা ষষ্ঠ ফরাসি বিরোধী জোট Grosberenom, Katzbach এবং Dennewitz Kulm এ নেপোলিয়ন পরাজিত সফল হয়েছে। 1813 সালে মিত্রশক্তি ড্রেস্দেন্ এবং স্যাক্সনি উপর আক্রমণের চালু এবং শীঘ্রই লিপজিগ সময়ের সেই বিখ্যাত যুদ্ধের নেন।
______________________
★ওয়াটারলুর যুদ্ধ★
✴ওয়াটার লু'র যুদ্ধ ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংগঠিত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি, যথা- ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।
_______________________
Hope it's help☺
Answer:
ট্রাফালগারের যুদ্ধ
1. i) ইংল্যান্ড ও ফ্রান্স
ii) ১৮০৫
iii) ফ্রান্সের শোচনীয় পরাজয় ঘটে । নেপোলিয়নের ইংল্যান্ড জয়ের স্বপ্ন চিরতরে শেষ হয়ে যায়
লিপজিগের যুদ্ধ
2. i) ফ্রান্স নেপোলিয়ন ও মিত্রশক্তি প্রাশিয়া ,রাশিয়া ,সুইডেন ,অস্ট্রিয়া ।
ii) ১৮১৩
iii) এই যুদ্ধে নেপোলিয়ন মিত্র শক্তির কাছে পরাজিত হয় ।এই যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নের সাম্রাজ্যের ভাঙ্গন শুরু হয় ।অস্ট্রিয়া তার হারানো সাম্রাজ্য ফিরে পায় ।
ওয়াটারলুর যুদ্ধ
3. i)ফ্রান্স নেপোলিয়ন ও অফ ওয়েলিংটন এর নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ও জার আলেক জান্ডারের নেতৃত্বে রুশ বাহিনী |
ii) ১৮১৫
iii)এই যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয় এই যুদ্ধের ফলে প্যারিসের প্রথম ও দ্বিতীয় সন্ধি ও ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়। এই যুদ্ধে নেপোলিয়ন ব্রিটিশ নৌশক্তির কাছে আত্মসমর্পণ করেন |
Explanation: