থর মরুভূমি জনবিরল কেন
Answers
Answered by
0
থর মরুভূমি জনবিরল কারণ -
১. চরমভাবাপন্ন জলবায়ু,
২. বৃষ্টিপাতের পরিমাণ ২০ সেলসিয়াসের কম,
৩. শুষ্ক এবং লবণাক্ত মৃত্তিকা,
৪. অনুর্বর মাটি,
৫. কৃষিকাজ তেমন হয় না,
৬. অনুন্নত যোগাযোগ ব্যবস্থা,
৭. জীবিকাও জীবনধারনের অসুবিধা ইত্যাদি কারণে থর মরুভূমি জনবিরল।
Similar questions