Biology, asked by AONESMITH, 1 year ago

জৈবনিক প্রক্রিয়ায় নিউক্লীয়টাইডস এর ভূমিকা কী

Answers

Answered by akanshaagrwal23
3

Answer:

দ্বিতীয় ব্যক্তিকে এইডস ভাইরাসমুক্ত করার বিষয়টি বিশ্বের চিকিৎসা বিজ্ঞানে আশার আলো জাগিয়েছে।

পৃথিবীতে এইডসের সংক্রমণ শুরু হওয়ার পর দ্বিতীয়বারের মতো একজন এইচআইভি আক্রান্ত রোগীকে এইডস ভাইরাসমুক্ত করা সম্ভব হয়েছে।

এটিকে প্রাণঘাতী এইডস ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে চিকিৎসাবিজ্ঞানের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এই রোগীর নাম, পরিচয়, বয়স বা জাতীয়তা, সবই গোপন রাখা হয়েছে।

তবে যেহেতু যুক্তরাজ্যে তাঁকে এই চিকিৎসা দেয়া হয়েছে। সেকারণে তাঁকে শুধু 'লন্ডন রোগী' নামে ডাকা হচ্ছে।

এরসাথে এটুকুই বলা হয়েছে এই রোগী পুরুষ।

Similar questions