প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে
Answers
সমাধান
জানতে হবে
প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে
উত্তর
আমরা প্রথমে দুটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দেখি :
1. হাইড্রোজেন ও অক্সিজেন মিলিত হয়ে জল উৎপন্ন হয় ।
বিক্রিয়াটি হল :
2. নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন হয় ।
বিক্রিয়াটি হল :
পর্যবেক্ষণ :
এই দুটো বিক্রিয়াতেই বিক্রিয়ক পদার্থ হল মৌলিক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ গুলো ওই সমস্ত মৌলের সংযোগে উৎপন্ন যৌগ
সংজ্ঞা :
প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া :
যখন দুটি মৌলিক পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগিক পদার্থ উৎপন্ন হয় তখন সেই রাসায়নিক বিক্রিয়া কে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে।
উদাহরণ :
হাইড্রোজেন ও অক্সিজেন মিলিত হয়ে জল উৎপন্ন হয়
রাসায়নিক বিক্রিয়াটি হল :
━━━━━━━━━━━━━━━━
Learn more from Brainly :-
1. কোন বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 1000Mw বলতে কি বুঝ?
https://brainly.in/question/31549844
Answer:
2 H2 + O2 = 2H2O
Explanation: