Geography, asked by Surja10, 7 months ago

ঋতু পরিবর্তণ কিভাবে হয়

Answers

Answered by Ashokpathave
0

Answer:

please write in English language please

Answered by DEBOBROTABHATTACHARY
0

পৃথিবীর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়।

পৃথিবী সারাক্ষণ সূর্যের চারপাশে এবং নিজের অক্ষে ঘুরে চলেছে। তার এই আবর্তনের কারণে তাপমাত্রা পরিবর্তনের জন্য ছয়টা ভিন্ন ভিন্ন ঋতু পরিবর্তিত হয়ে থাকে।

পৃথিবী যখন সূর্যকে প্রদক্ষিণ করে, তখন সূর্যের দিকে খানিকটা হেলে থাকে। পৃথিবী যেহেতু তার নিজ অক্ষেও ঘোরে, তাই বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে হেলে থাকে। এভাবে কখনো দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে চলে যায়, কখনো যায় উত্তর গোলার্ধ। যখন যে অংশ সূর্যের দিকে হেলে পড়ে তখন সে অংশ খাড়াভাবে বেশিক্ষণ ধরে সূর্যের আলো এবং তাপ পায়। আর তখন সেই অংশে বেশি গরম পড়ে, অর্থাৎ গ্রীষ্মকাল থাকে।

একটা অংশ সূর্যের কাছে থাকা মানে তার উল্টো দিকের অংশটা থাকবে সূর্য থেকে দূরে। আর দূরে থাকার জন্য সেই অংশটা কম তাপ এবং আলো পাবে। তখন সেই অংশে থাকবে শীতকাল।

Similar questions