Geography, asked by harshkr7626, 1 year ago

আন্তজা্তিক তারিক রেখা বাকিয়া হোয়েছে কেনো

Answers

Answered by hitanshgupta556677
2

Answer:

আন্তর্জাতিক তারিখ রেখা বা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা সোজা টানা হলে কতগুলি দ্বীপের উপর দিয়ে যাচ্ছিল যেমন চ্যাথাম ।কিন্তু এই দ্বীপ গুলি বিভিন্ন দেশের অংশ ।ঐ রেখার দুদিকে দুরকম তারিখ হয় ।একদিকে পয়লা বৈশাখ হলে অপরদিকে দোশরা বৈশাখ হবে ।একই দেশে বা অঞ্চলে দুরকম তারিখ বেমানান এবং কাজ করতে অসুবিধা । এজন্য তারিখ রেখা ঐদ্বীপ গুলিকে এড়িয়ে বেঁকে টানা হয়েছে ।

Explanation:

Similar questions