নিউটনের দ্বিতীয় গতি সুত্র লেখো। যদি কেউ উত্তর পাঠান, দোয়া করে কোনো পরিবর্তন করবেন না।।।
Answers
কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ত্বরণএর সমানুপাতিক এবং বল প্রয়োগ জে দিক ঘটে বস্তুর ত্বরণ ও সেই দিকে ঘটে
F=m a
নিউটনের দ্বিতীয় গতি সূএ।
নিউটনের দ্বিতীয় গতিসূএ অনুসরণ করে বলা যায়,1) একটি নিদিষ্ট ভরের বস্তুর ওপর প্রয়োগ করা বল যত বাড়ানো হবে, 1 সেকেন্ডে বস্তুটির বেগের ত্বরণ তত বাড়বে। প্রযুক্ত বলের পরিমাণ দ্বিগুণ হলে, উৎপন্ন ত্বরণও দ্বিগুণ হবে।
বল ও ত্বরণ এর মধ্যে সরল সম্পর্ক রয়েছে।
2) বল প্রয়োগের অভিমুখ যে দিকে, উৎপন্ন ত্বরণের অভিমুখও সেই দিকে। মানে, প্রযুক্ত বলের দিকেই বস্তুর বেগ বৃদ্ধি পায়।
নিউটনের দ্বিতীয় গতিসূএ অনুসরণ করে প্রযুক্ত বলের মান নির্ণয় এর সমীকরণ :
প্রযুক্ত বল = বস্তুর ভরxএক সেকেন্ডে বস্তুর বেগের পরিবতন
=বস্তুর ভরxবস্তুতে উৎপন্ন ত্বরণ।
F=m x a [যেহেতু, 1 সেকেন্ডে বেগের পরিবতন = ত্বরণ]
SI পদ্ধতিতে বলের একক 1 নিউটন।
1 নিউটন = 1kg x 1 মিটার / সেকেন্ড স্কোয়ার