পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো
Answers
পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা - এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ :
অমর - কী রে, অসিত! আসতে এতো দেরী হল যে?
অসিত - আর বলিস না, ভাই। যা ঘটে গেল!
অমর - কেন? তোর আবার কী হল?
অসিত - না না, আমার কিছুই হয় নি। তবে মোড়ের মাথায় ঘটে গেল এক ভয়ানক দুর্ঘটনা।
অমর - দুর্ঘটনা?
অসিত - একটা বাইক আরোহী ধাক্কা দিল ওপাড়ার শৈলেশ হালদারকে। তবে আরোহীটাও পড়ে গেল। দুজনেরই ভালো চোট লেগেছে।
অমর - আহা! কী করে হল এরকম?
অসিত - শৈলেশ নামের লোকটা না দেখেই রাস্তা পেরোচ্ছিল আর তখনই বাইকটা জোরে ছুটে আসে। উফঃ! কী ভয়ানক।
অমর - বড় কোনও আঘাত না লাগলে দুজনেই ঠিক সুস্থ হয়ে যাবে। তবে সবাইকে ট্রাফিক নিয়মগুলো যথাযথভাবে পালন করতে হবে।
অসিত - যেমন?
অমর - প্রথমত, রাস্তা পেরোবার আগে রাস্তার দু দিক ভালো করে দেখে নিতে হবে। দ্বিতীয়ত, বাইক আরোহীরা যেন ঘনবসতিপূর্ণ লোকালয়ে ধীর গতিতে বাইক চালায়।
অসিত - একদম ঠিক। এতে করে তো কোনো দুর্ঘটনাই হবে না। সবাই সুস্থদেহে ও সুস্থ মনে বাঁচতে পারবে।