Business Studies, asked by rinab1039, 8 months ago

তপন নিজে গিয়ে লেখা জমা দেবে

Answers

Answered by jagdishkumar27792
1

Answer:

“না কি অতি আহ্লাদে বাক্য হরে গেল?”—এখানে ‘হরে গেল এই শব্দবন্ধটির অর্থ হল—

[A] হারিয়ে যাওয়া [B] হৃষ্ট হওয়া [C]হেরে যাওয়া [D] হরণ করা

উত্তরঃ [c] হেরে যাওয়া

2. তপনের লেখা গল্পটি নিয়ে চলে গিয়েছিলেন-

[A] তপনের বাবা [B] তপনের ছোটোমেসো [c] তপনের ছোটো মামা [D] তপনের ছোটো মাসিা

উত্তরঃ [D] তপনের ছোটো মাসিা

3. যাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে গেল-

[A] বাবাকে [B] দিদিকে [C] নতুন পিসেমশাইকে [D] নতুন মেশোমশাইকে

উত্তরঃ [D] নতুন মেশোমশাইকে

4. তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার অর্থ-

[a] অবাক হয়ে যাওয়া [B] চোখ পাকানো [C] রেগে যাওয়া [D] চোখ লাল হয়ে যাওয়া

উত্তরঃ [a] অবাক হয়ে যাওয়া

5. নতুন মেসোমশাই ছিলেন একজন-

[A] গায়ক [B] বই প্রকাশক [C] লেখক [D] শিক্ষক

উত্তরঃ [C] লেখক

6. “কথাটা শুনে _________ চোখ মার্বেল হয়ে গেল!” (শূন্যস্থানে শব্দ বসাও)

[A] তপনের [B] নতুন মেশোমশাইয়ের [C] নতুন পিশেমশাইয়ের [D] রমেনের

উত্তরঃ [A] তপনের

7. “আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।”—কথাটি বলেছেন-

[A] ছোটো মাসি [B] ছোটো মেসো [C] মেজো কাকু [D] বড়ো মামা

উত্তরঃ [C] মেজো কাকু

8. জ্ঞানচক্ষু গল্পে, জহুরি বলতে যাকে বোঝানো হয়েছে তিনি হলেন-

[A] নতুন মেসো [B] ছোটো মেসো [C] মেজোকাকু [D] ছোটো মাসি

উত্তরঃ [A] নতুন মেসো

9. ছোটোমেসো তপনদের বাড়িতে বেড়াতে এসেছিলেন সঙ্গে নিয়েৃ-

[A] সন্ধ্যাতারা পত্রিকা [B] চাঁদমামা পত্রিকা [C] আনন্দমেলা পত্রিকা [D] শুকতারা পত্রিকা।

উত্তরঃ [A] সন্ধ্যাতারা পত্রিকা

10. তপনের লেখা গল্প তার মেসোমশাইকে দিয়েছিল—

[A] ছোটোমাসি [B] তপনের বন্ধু [c] তপনের বাবা [D] তপনের মা

উত্তরঃ[D] টেট্রাক্লোরাে ইথি

Explanation:

mark me

Similar questions