India Languages, asked by joyshreemandal292, 9 months ago

“কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল” - এমন দুটো উদাহরণ দাও। ​

Answers

Answered by mafijulhaque572
8

Answer:

কাঁচা থাকলে আনা কিন্তু পাকলে ফল এমন দুটি উদাহরণ পেঁপে ও কাঁঠাল

Answered by barkinkar
1

কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল এমন দুটি উদাহরণ হল- কাঁঠাল এবং কলা।

আরও তথ্য:

কাঁঠাল:

Artocarpus heterophyllus হলো কাঁঠালের বৈজ্ঞানিক নাম।

কাঁঠাল সাধারণত গ্রীষ্মকালীন ফল এবং একে কাঁচা (ছোটো) অবস্থায় সবজি (এঁচোড়) হিসেবে ব্যবহার করা হয়।

বিশেষত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবজি হিসেবে কাঁঠালের প্রচুর ব্যবহার লক্ষ্য করা যায়।

এছাড়া কাঁঠাল হলো শ্রীলংকা ও বাংলাদেশের জাতীয় ফল এবং ভারতের তামিলনাড়ু ও কেরালা রাজ্যের রাজ্য ফল।

কলা:

সুস্বাদু ও উপকারী ফল গুলির মধ্যে অন্যতম হলো কলা।

সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ায় এর উৎপত্তিস্থল মানা হয়।

বাংলাদেশ, ভারত, পাকিস্তানে প্রচুর পরিমাণে কলা চাষ দেখা যায়।

কাঁচা অবস্থায় কলা (কাঁচকলা) সবজি হিসেবে ব্যবহার করা হয়।

কলা বড়-ছোট বিভিন্ন প্রজাতি হয়ে থাকে।

#SPJ3

Similar questions