History, asked by sankar106825, 9 months ago

১।
২-৩টি বাক্যে উত্তর দাও :
ক) ইয়ং ইতালি
ঘ) ঘেটো ঙ) ফ্যাক্টরি প্রথা​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
1

ইয়ং ইতালি

ইয়ং ইতালি একটি গুপ্ত সমিতি। এটি যোসেফ মাইসিনির গঠন করেন। ইতালির যুবকদের নিয়ে তিনি এই দল গঠন করেন। এই দলের উদ্দেশ্য ছিল ইতালি থেকে অষ্ট্রিয়াকে বিতাড়িত করা।

ঘেটো

ঘেতো' শব্দের আক্ষরিক অর্থ হল ইহুদিদের বসবাসের জন্য সংরক্ষিত বসতি। কিন্তু শিল্প বিপলবের সময় শিল্প কারখানার কর্মরত শ্রমিক দের অবস্থান কে বোঝাতে ঘেটো শব্দটি ব্যবহার হতো।

ফ্যাক্টরি প্রথা

শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। এসব কল-কারখানা গুলি যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্পোৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কল-কারখানা ভিত্তিক এই ব্যবস্থা "ফ্যাক্টরি প্রথা" নামে পরিচিত।

Similar questions