১।
২-৩টি বাক্যে উত্তর দাও :
ক) ইয়ং ইতালি
ঘ) ঘেটো ঙ) ফ্যাক্টরি প্রথা
Answers
Answered by
1
■ ইয়ং ইতালি
ইয়ং ইতালি একটি গুপ্ত সমিতি। এটি যোসেফ মাইসিনির গঠন করেন। ইতালির যুবকদের নিয়ে তিনি এই দল গঠন করেন। এই দলের উদ্দেশ্য ছিল ইতালি থেকে অষ্ট্রিয়াকে বিতাড়িত করা।
■ ঘেটো
ঘেতো' শব্দের আক্ষরিক অর্থ হল ইহুদিদের বসবাসের জন্য সংরক্ষিত বসতি। কিন্তু শিল্প বিপলবের সময় শিল্প কারখানার কর্মরত শ্রমিক দের অবস্থান কে বোঝাতে ঘেটো শব্দটি ব্যবহার হতো।
■ ফ্যাক্টরি প্রথা
শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। এসব কল-কারখানা গুলি যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্পোৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কল-কারখানা ভিত্তিক এই ব্যবস্থা "ফ্যাক্টরি প্রথা" নামে পরিচিত।
Similar questions
Science,
4 months ago
Political Science,
8 months ago