Math, asked by palatanu921, 1 year ago

বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র​

Answers

Answered by SouvikBaidya
13

Step-by-step explanation:

বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র = বাহু × বাহু

Answered by Anonymous
13

প্রদত্ত : প্রদত্ত জ্যামিতিক আকৃতিটি হল বর্গক্ষেত্র

নির্ণেয় : প্রদত্ত জ্যামিতিক আকৃতির ক্ষেত্রফলের সূত্র।

সমাধান :

আমরা নিম্নলিখিত গাণিতিক উপায়ে সহজেই এই গাণিতিক সমস্যার সমাধান করতে পারি।

আমরা জানি যে,

বর্গক্ষেত্র হলো এমন একটি চতুর্ভুজ (চারটি বাহুবিশিষ্ট বহুভুজ) যার চারটি বাহুর দৈর্ঘ্য সমান।

এখন, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হল :

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = একটি বাহুর দৈর্ঘ্য × একটি বাহুর দৈর্ঘ্য

অথবা,

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (একটি বাহুর দৈর্ঘ্য)²

(এই গাণিতিক সমস্যাটির ক্ষেত্রে কোনরুপ গণনার প্রয়োজন নেই। উপরিউক্ত সূত্রটিকে মুখস্থ রেখে, সরাসরি সেটিই লিখে দিলে প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হিসেবে গণ্য হবে।)

অতএব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (একটি বাহুর দৈর্ঘ্য)²

Similar questions