“জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা একেকদিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে।
-উবা কে? তার এভাবে বসে পড়ার কারণ কী?
Answers
Answered by
62
Answer :-“জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা একেকদিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে।" এই কথাটি অমরেচন্দ্র চক্রবর্তীর "আমাজনের জঙ্গলে" গল্পটি নেওয়া হয়েছে।
এখানে 'উবা' হল আমাজনের জঙ্গলের একটি আদিবাসী মেয়ে।
উবা লেখকের চোখে চোখ রেখে সে কোথাকার বাসিন্দা, তার আশেপাশের জায়গাটির পরিবেশ কেমন ,সেখানকার লোকজন কেমন এবং সেখানে জঙ্গল, পশু পাখি,গাছ পালা ও নদীনালা আছে কি না, সেসব জানতে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে।
Explanation:
Similar questions