History, asked by chowdhurylina, 9 months ago

স্বতবিলোপ নীতির টিকা লেখ ​

Answers

Answered by Vivek2011
0

Answer:

Annotation is a term used in computer programming to refer to documentation and comments that may be found on code logic. Annotation is typically ignored once the code is executed or compiled. ... Thus, an annotation, or explanation, will be included within the code.

Answered by uttamkapuri1965
0

Answer:

1848 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতে এসে স্বতবিলোপ নীতি প্রয়োগ করেন।

উদ্দেশ্য :

স্বতবিলোপ নীতি গ্রহণের পিছনে লর্ড ডালহৌসির প্রধান উদ্দেশ্য ছিল যত বেশি সংখ্যক ভারতীয় রাজ্যগুলিকে প্রত্যক্ষ ব্রিটিশ শাসনাধীনে নিয়ে আসা।

শর্তাবলি :

স্বতবিলোপ নীতির প্রধান শর্তগুলি হলো নিম্নরূপ ——

1) কোম্পানির দ্বারা সৃষ্ট কোনো দেশীয় রাজ্যের রাজার পুত্রসন্তান না থাকলে সেই রাজা কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না এবং রাজ্যেটি তখন ব্রিটিশ সাম্রাজ্যেভুক্ত হবে।

2) এ ছাড়াও দত্তক নিতে চাইলে কোম্পানির অনুমতি নিতে হবে ইংরেজ আশ্রিত দেশীয় রাজ্যেগুলিকে ।

3) একমাত্র দেশীয় স্বাধীন রাজ্যগুলির ব্যাপারে কোম্পানি নিরপেক্ষ থাকবে ।

চুক্তিবদ্ধ রাজ্যসমূহ :

ডালহৌসি এই নীতি প্রয়োগ করে কোলবা, সাতারা, ভগৎ, সম্বলপুর, নাগপুর ইত্যাদি রাজ্যে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় ।

Similar questions