- এই উক্তিটির সপক্ষে দুটি বা তিনটি বাক্য লেখাে।
১. প্রাচীন বাংলার যে অঞ্চল ও নদী গুলির নাম তুমি দ্বিতীয় অধ্যায়ে পড়েছে, তার একটি তালিকা তৈরি করাে।
ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি একে বর্ণনা করাে। সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে বিভক্ত বা পিরামিদের
Answers
Answered by
1
Explanation:
পাল যুগের মত সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার ঘটেনি। সেন রাজারা ব্রাহ্মণ ধর্মকে প্রাধান্য দিতেন। ব্রাহ্মণ ধর্মের মধ্যে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্ম এই দুইয়ের মিশ্রণ ঘটেছিল, ইন্দ্র অগ্নি, কুবের, সূর্য, বৃহস্পতি, গঙ্গা,যমুনা,মাতৃকা,শিব,বিষ্ণুর,পূজো করা হত । সেন রাজাদের মধ্যে লক্ষণ সেন ছিলেন বৈষন , বৈষম্য তবে তার পূর্বসূরিরা ছিলেন শৈব
I don't know the laugauge
Similar questions