Geography, asked by mahantisonali2018, 9 months ago

থর মরুভূমি জনবিরল কেন ?​

Answers

Answered by rupamhalder288
28

ভারতের বৃহত্তম মরুভূমি অঞ্চল হল থর মরুভূমি অঞ্চল।

মূলত যে‌ কোনো মরুভূমি অঞ্চল ই হল মানুষের পক্ষে বসবাসের অনুপযোগী।

মরুভূমি অঞ্চল মানুষের পক্ষে বসবাসের অনুপযোগী কারণ-

  • উষ্ণতার আধিক্য - মরুভূমি অঞ্চলে অধিক উষ্ণতার কারণে মানুষ বসবাস করতে পারে না।
  • জলের অভাব - মরুভূমি অঞ্চলে কম পরিমাণ বৃষ্টি পাতের দরুন জলের অভাব দেখা দেয়।
  • কৃষি কাজের অনুপযুক্ত পরিবেশ-কম বৃষ্টি পাত ও অধিক উষ্ণতার জন্য মরুভূমি অঞ্চল কৃষি কাজের অনুপযুক্ত।

please mark me as brinliest

Similar questions