Physics, asked by mosarulmiya, 1 year ago

তোমার দেহ থেকে কোন কোন উপায়ে জল বাইরে বেরিয়ে যায় ব্যাখ্যা করো

Answers

Answered by Anonymous
49

মানবদেহ থেকে নিম্নলিখিত উপায়ে জল বাইরে বেরিয়ে যায় -

  • ঘাম : আমাদের শরীর বাইরে থেকে পুরোপুরিভাবে চামড়া দিয়ে আবৃত থাকে এবং এই চামড়ার বেশিরভাগ জায়গায় থাকে অসংখ্য ঘর্মগ্রন্থি। এই ঘর্মগ্রন্থি মাধ্যমে আমাদের দেহের অতিরিক্ত জল লীনতাপ মোচনের মাধ্যমে আমাদের দেহ থেকে বাইরে বেরিয়ে যায় এবং এর ফলে আমাদের দেহের তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে।
  • মূত্র : আমাদের পান করা জল বা অন্যান্য তরল পদার্থ যা আমাদের দেহে আর কাজে লাগে না তা মূত্রের মাধ্যমে আমাদের দেহের বাইরে বেরিয়ে যায়। এই মূত্রের মাধ্যমে বিভিন্ন ক্ষতিকারক নাইট্রোজেনঘটিত পদার্থ দেহ থেকে অপসারিত হয়।
  • শ্বসন : এছাড়া শ্বসনের সময়েও কিছু অল্পপরিমাণ জলীয় বাষ্প আমাদের দেহ থেকে নির্গত হয়।
  • অশ্রু : অশ্রুর মাধ্যমেও আমাদের দেহ থেকে জল বাইরে বেরিয়ে যায়।
Similar questions