India Languages, asked by joyshreemandal292, 9 months ago

অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন?​

Answers

Answered by sandhyadas80508050
2

Answer:

অপসারী পাতসিমানাকে গঠনকারী পাত

সীমানা বলা হয়,কারণ—

* দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ায় পাতদ্বয়ের সংযোগস্থলে ফাটল বৃদ্ধি পায় এবং ভূগর্ভস্থ ম্যাগমা উঠে এসে মহাসাগরীয় ভূতক সৃষ্টি করে।

* এই পাতসীমানা বরাবর সমুদ্রবক্ষের বিস্তার ঘটে বা আয়তন বৃদ্ধি পায়। যেমন: মধ্য আটলান্টিক শৈলশিরা।

* দুটি পাত পরস্পর বিপরীত দিকে সরে যাওয়ায় গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। যেমন: আফ্রিকার গ্রেট রিফ্ট ভ্যালি।

* এই পাত সীমানা বরাবর উত্তপ্ত ম্যাগমা ফাটলের মাধ্যমে বেরিয়ে এসে সঞ্চিত হয়ে শৈলশিরা সৃষ্টি করে। যেমন: মধ্য সামুদ্রিক শৈলশিরা।

Explanation:

(Hope It Helps You)

Mark Me As A Brainliest

Similar questions