History, asked by susmitabal4, 10 months ago

নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলােচনা করাে।​

Answers

Answered by Iamshourjyo
95

Answer:

ভারতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষিতে নারীসমাজের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক দেশের সমাজে নারীর স্থান মর্যাদাপূর্ণ। অতীতে কিন্তু এমনটা ছিল না। অত্যাচার, নিপীড়ন, বধূ নির্যাতন ও লাঞ্ছনার শিকার হত নারীরা। পরবর্তীকালে বিভিন্নভাবে নারীর অধিকার স্বীকৃত ও প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এইসব কাহিনি নারী ইতিহাসের অন্তর্ভুক্ত।

নারীর অবস্থান: সমাজের অর্ধেক অংশই হল নারী। সমাজজীবনের মূল চালিকাশক্তি হলেও বিভিন্ন যুগে নারীর অবস্থা ছিল বিভিন্ন রকম।যথা:-

1.প্রাচীন যুগ: আদিম মানবসমাজ ছিল মাতৃতান্ত্রিক। অর্থাৎ নারী ছিল তখন সর্বময় কত্রী। পরে ক্রমশ নারীর অধিকার কমে যায় কিছু ব্যতিক্রম থাকলেও তাদের স্বাধীনতা ও অধিকার লোপ পায়।

2. মধ্যযুগ : প্রাচীন যুগের ধারা এ যুগেও অব্যাহত থাকে। নারীর স্বাধীনতা ও অধিকার যেটুকু ছিল তাও লোপ পায়। ধর্মীয় বাতাবরণ প্রবলহয়ে ওঠে। অবশ্য এর মধ্যেও দু-একটি ব্যতিক্রম ছিল।

3. আধুনিক যুগ : এ সময়ে নারী জাগরণের সূচনা হয়। বিশেষ করে 1970-এর দশকে থেকে বিভিন্ন লেখনির মাধ্যমে নারীর অধিকার, কর্মসংস্থান, পোশাক, ধর্ম, গার্হস্থ্য কর্মের পাশাপাশি সমাজ ও সংস্কৃতি ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণের কথা জানতে পারি। যার ফলে নারি ইতিহাস অত্যন্ত গুরুত্ব পেয়েছে।

নারী সমাজের ইতিহাসের গুরুত্ব : নারী ইতিহাস বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। যেমন—

I. এ যে বিষয়গুলি উপেক্ষিত ছিল এখন তা গুরুত্ব সহকারে চর্চার বিষয় হয়ে উঠেছে। পারিবারিক ক্ষেত্রে হিংসাত্মক কার্যকলাপ, শিশুর উপর নিপীড়ন, বধূহত্যা, নারী নির্যাতন ও অন্যান্য অত্যাচার প্রভৃতির কথা এ প্রসঙ্গে উল্লেখযোগ্য।

II. .লিঙ্গবৈষম্য, পারিবারিক সম্পর্ক ও সামাজিক ব্যবস্থার কথা তুলে ধরে নারী ইতিহাস।

III. নারীর ক্ষমতায়ন ও দক্ষতার উপর আলোকপাত করে এবং

IV. বিভিন্ন যুগে নারীর মানসিক, সামাজিক ও নৈতিক অবস্থার কথা তুলে ধরে।

এই ভাবেই নারীদের ক্ষমতায়ন ও দক্ষতার পরিচয় নারী ইতিহাস চর্চায় স্থান লাভ করেছে।

Please mark as brainlist

Answered by amikkr
0

প্রদত্ত প্রশ্নের উত্তর এখানে বিস্তরে দেওয়া হল-  

  • নারী - ইতিহাসচর্চা হল এক প্রকারের সংশােধনবাদী ইতিহাসচর্চা। চলিত ইতিহাসে নারীর ভূমিকা  যথাযথ মূল্যায়ন না থাকার দরুন নারীর গুরুত্ব সেরকম ভাবে প্রচলিত নেই,সেই ইতিহাস তুলে ধরার ইতিহাসচর্চাই হল নারী - ইতিহাস ।প্রাচীন ও মধ্যযুগের ইতিহাসে নারীদের সেরকম ভাবে প্রাসঙ্গিকতা দেখতে না পাওয়া গেলেও আধুনিযুগে  ব্তমানে নারীদের প্রভূত উন্নতি ঘটেছে।যাতে পরবর্তীতে আধুনিক যুগের নারীদের মধ্যে চেতনা গড়ে ওঠার  জন্য ইতিহাসে নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা গুরুত্ব পেয়েছে। ১৯৭০ এর দশকে নারী ইচতিহাস চর্চায় জোর পড়ে।
  • নারী ইতিহাসের প্রধান বৈশিষ্ট্যগুলি হল ঃ (১)রাজনৈতিক , অর্থনৈতিক ও সামাজিক জীবনে নারীর অংশগ্রহণ, (২) নারীর অধিকার এবং নারী - পুরুষ সমতা প্রতিষ্ঠা, (৩) উপেক্ষিত নারীদের ইতিহাস তথা পুরুষকেন্দ্রিক ইতিহাস সংশাধন

#SPJ3

Similar questions