History, asked by sohinir03, 9 months ago

রণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক - মন্তব্যটি বিশ্লে
৩.
চুয়াড় বিদ্রোহকে ‘চুয়াড় বিপ্লব’ বললে কেন ভুল বলা হবে?
খ) ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করাে ও নাম লেখাে
সাঁওতাল বিদ্রোহের এলাকা, ফরাজি আন্দোলনের কেন্দ্র, কোল বিদ্রোহে
বিদ্রোহের এলাকা।
গ) উপযুক্ত তথ্য সহযােগে নীচের ছকটি পূরণ করাে :
সম্পাদক
সমরকাল
সাময়িক পত্র/
সংবাদপত্র/
সাহিত্য
বঙ্গদর্শন​

Answers

Answered by VedankMishra
4

১) ব্রিটিশ ভারতে মোট কতগুলি অরণ্য আইন পাশ হয়েছিল?

তিনটি-1865, 1878 ও 1927 খ্রিস্টাব্দে।

২) ভারতে কবে প্রথম অরণ্য আইন পাশ হয়?

1865 খ্রিস্টাব্দে।

৩)1865 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছিল?

তিন ভাগে (সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, গ্রামীণ অরণ্য)।

৪) 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছিল?

তিন ভাগে(সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, গ্রামীণ অরণ্য)।

৫)কবে কার নেতৃত্বে প্রথম চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

1768,-69 খ্রিস্টাব্দে ধলভূমের রাজা জগন্নাথ সিংহের নেতৃত্বে।

৬) 1798-99 খ্রিস্টাব্দে সংঘটিত চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ে কারা নেতৃত্ব দিয়েছিল?

দুর্জন সিংহ, অচল সিংহ, মাধব সিংহ প্রমুখ।

৭) মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূমের স্থানীয় জমিদারদের অধীনে রক্ষী বাহিনীর কাজ করে জীবিকা নির্বাহকারী চুয়াড়দের কি বলা হতো?

পাইক।

৮)জঙ্গলমহল জেলা কবে গঠিত হয়?

1800 খ্রিস্টাব্দে।

৯)কোন কোন অঞ্চল নিয়ে জঙ্গলমহল জেলা গঠিত হয়েছিল?

মেদিনীপুর, বাঁকুড়া,মানভূম বীরভূম প্রভৃতি।

১০)) গোবর্ধন দিকপতি কোন বিদ্রোহের নেতা ছিলেন?

চুয়াড় বিদ্রোহের।

১১)) চুয়ার শব্দের অর্থ কি?

দুর্বৃত্ত ও নীচজাতি।

১২)মেদিনীপুরের লক্ষীবাঈ কাকে বলা হয়?

রানী শিরোমণি।

১৩) ভারতে বন বিভাগ বা ফরেস্ট ডিপার্টমেন্ট কবে স্থাপিত হয়?

1864 খ্রিস্টাব্দে।

১৪) ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

ডায়াট্রিক ব্রান্ডিস।

১৫)ডায়াট্রিক ব্রান্ডিস কে ছিলেন?

জার্মান বন বিশেষজ্ঞ।

১৬) কোন শব্দ থেকে চুয়ার শব্দের উৎপত্তি হয়েছে?

চার।

১৭) বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন?

1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস।

১৮) পাইক বা সৈনিকের কাজ করে চুয়াররা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করত, তাকে কি বলা হয়?

পাইকান।

১৯) ভারতের প্রথম ফরেস্ট ইন্সপেক্টর কে ছিলেন?

ডায়াট্রিক ব্রান্ডিস।

২০) রিজার্ভ ফরেস্ট অ্যাক্ট বা সংরক্ষিত অরণ্য আইন কবে পাস হয়?

1878 খ্রিস্টাব্দে।

২১) কবে কার নেতৃত্বে রংপুর বিদ্রোহের সূচনা হয়?

1783 খ্রিস্টাব্দের 18ই জানুয়ারি, নুরুলুদ্দিন।

২২) কোন গ্রামে রংপুর বিদ্রোহের সূচনা হয়?

তেপা গ্রামে।

২৩) রংপুর বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ?

নুরুলুদ্দিন, নন্দরাম, সুফদিল, ধীরাজরঞ্জন প্রমূখ।

২৪) কার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

দিনাজপুর ও রংপুরের ইজারাদার দেবী সিং এর বিরুদ্ধে।

Similar questions