ঔপনিবেশিক শক্তিগুলি কেন চিন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ করতে চেয়েছিল
Answers
Answered by
26
Answer:
অষ্টাদশ শতাব্দী থেকে ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয়। শিল্প বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ উপাদান হল উপযুক্ত বাজার। তাই ইউরোপীয় দেশ গুলি বাজারের প্রয়োজন পড়ে ছিল। ইউরোপীয় দেশ গুলি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বেছে নেন চিন ও আফ্রিকা কে। চিন ও আফ্রিকা মহাদেশ কে নিজেদের আধিপত্যে এনে সেখানে বাজার বিস্তৃত করতে চেয়েছিল। এজন্য চিন ও আফ্রিকা কে ঔপনিবেশিক শক্তি গুলি ব্যবচ্ছেদ করতে চেয়েছিল।
Answered by
12
ব্যবচ্ছেদের কারণ
- ঔপনিবেশিক শাসনকালে ইউরোপীয়দের উদ্যোগে সর্বপ্রথম শিল্পের বিকাশ শুরু হয় (১৭৫০ -১৮৫০)। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর সমুদ্র যাত্রা বিশ্বব্যাপী বাণিজ্যের পথ খুলে দেয়। কিন্তু সপ্তদশ-অষ্টাদশ শতকে নতুন বিশ্বে ইংল্যান্ড ও ফ্রান্সের আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
- অষ্টাদশ শতকের শেষ দিকে শিল্পোন্নত প্রতিটি দেশেই চাহিদার অতিরিক্ত পন্য উৎপাদিত হত।এইসব পণ্যসামগ্রী বিক্রির জন্য বাজারের ও প্রয়োজন ছিল, এছাড়া সস্তায় প্রচুর শ্রমিক -এর ও অভাব ছিল না ।
- আফ্রিকায় প্রচুর শ্রমিক তথা ক্রীতদাস পাওয়া যেত এবং আফ্রিকা নিজে অনুন্নতও বটে। তাই এটি ইউরোপীয়দের কাছে বিশাল বড় বাজার হিসেবে নির্বাচিত হয়।
- গর্বিত চিনারা বিদেশিদের 'বর্বর' বলে মনে করত। এজন্য চিনারা তাদের দেশে বিদেশিদের আগমন ও বানিজ্যিক প্রসারের তীব্র বিরোধীছিল। যা ইউরোপীয়দের মনে অসন্তোষ সৃষ্টি করেছিল। তাছাড়া চিনে মূল্যবান সাদা রেশম, সবুজ চা, আফিম ও অনান্য খনিজ সম্পদের উপর ইউরোপীয়দের তীব্র আকর্ষণ বরাবর ছিল।
- তাই ঔপনিবেশিক শক্তিগুলি চিন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ করতে চেয়েছিল যাতে করে তাদের মধ্যে সমন্বয় সাধন না ঘটে।
Similar questions