Environmental Sciences, asked by ARIYANRAJ1319, 8 months ago

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. তরাই অঞ্চল সৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করাে।
২. পশ্চিম বর্ধমান জেলার সদর শহরের নাম এবং সেটি কীসের জন্য বিখ্যাত তা লেখাে।
৩. ‘অরণ্য সপ্তাহ পালন করা দরকার কেন ?
৪. বেশি কীটনাশক ব্যবহার করলে কী কী ক্ষতি হবে ?
৫, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় সম্বন্ধে লেখাে।​

Answers

Answered by BiswaShresikha
21

Answer:

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল :

- উত্তরবঙ্গের নদীগুলি দ্বারা সঞ্চিত পলিমাটির সাহায্যে তরাই অঞ্চলটি অনেকাংশে নির্মিত হয়েছে।

- পশ্চিম বর্ধমান জেলার সদর শহরের নাম হল আসানসোল। এবং,এই আসানসোল শহরটি তার বৃহৎ কয়লাখনির জন্য সারাদেশে অত্যন্ত সুপ্রসিদ্ধ।

- আমাদের পরিবেশে সবুজ এবং স্বচ্ছ করে তুলতে আমাদের সকলের উচিৎ অরণ্য সপ্তাহ পালন করা।

- বেশিরভাগ কীটনাশকে থাকে বিভিন্ন রাসায়নিক বিষাক্ত পদার্থ।অত্যাধিক পরিমাণে এই কীটনাশক ব্যবহার করলে মাটি এবং নিকটবর্তী জলাভূমি উভয়ই দূষিত হয়ে পড়বে।

- লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের জন্য আমাদেরকে সেই মাছগুলিকে শিকার করা বন্ধ করতে হবে এবং কৃত্রিম উপায়ে সেই মাছ চাষ করে তাদের বংশবৃদ্ধি করতে সাহায্য করতে হবে।

Similar questions