Science, asked by ashokdebnath989, 1 year ago

এসিড কে প্রোটন দাতা কেন বলে ​

Answers

Answered by Anonymous
3

Explanation:

অম্ল-ক্ষারকের প্রোটনীয় ধারণানুযায়ী এসিড হলো হাইড্রোজেন আয়ন বা প্রোটন(H^+) দাতা। যে সব যৌগ প্রোটন দানে সক্ষম এরাই হলো প্রোটনীয় আসিড। এসিডিক প্রোটন হলো কোন হাইড্রোজেন সম্বলিত যৌগের ঐ হাইড্রোজেন যা দ্রবণে হাইড্রোজেন আয়ন বা প্রোটন(H^+) হিসাবে বিমুক্ত হয়। কোন হাইড্রোজেন সম্বলিত যৌগের O-H,Cl-H,N-H,ত্রি-বন্ধনযুক্তC-H ইত্যাদি বন্ধনের H-পরমাণু হলো এসিডিক প্রোটন । যেমনঃ H-COOH ও CH3COOH এ ১টি করে এসিডিক প্রোটন রয়েছে; ইথাইনে ২টি এসিডিক প্রোটন আছে, ফেনলে ১টি এসিডিক প্রোটন আছে।

H-C(=)O-O-H(এসিডিক প্রোটন) = H-COO^- + H^+(এসিডিক প্রোটন)

হাইড্রোজেন সম্বলিত যৌগের উক্ত হাইড্রোজেন আয়ন বা প্রোটন এসিড ধর্মের জন্য দায়ি বলে এদেরকে এসিডিক বলা হয়।

Similar questions