India Languages, asked by minhajulislam01234, 9 months ago

১ “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই” – প্রবন্ধ অনুসারে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখাে।​

Answers

Answered by Anonymous
36

কালি তৈরি পর্বের বর্ণনা হলো নিম্নরুপ -

  • উক্ত উদ্ভিদের এ প্রাবন্ধিক শ্রীপান্থ বিরচিত, "হারিয়ে যাওয়া কালি কলম", প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।
  • এখানে প্রাবন্ধিক ও তাঁর বন্ধুরা নিজেদের প্রয়াসেই কালি তৈরী করতেন।
  • প্রাবন্ধিকের সেই কালি তৈরীর পদ্ধতি ছিল চিরাচরিত কালি উৎপাদনের পদ্ধতির তুলনায় অনেকটাই সহজ এবং সুবিধাজনক।
  • প্রাবন্ধিক উনুনের আঁচে পুড়ে যাওয়া কড়াইয়ের নীচের কালি লাউপাতা দিয়ে ঘষে ঘষে তুলে একটি বাটিতে তা জড়ো করতেন।
  • সেই জড়ো করা কালির বাটিতে প্রয়োজন মতোন জল গুলেই তৈরী করা হতো কালি।
Answered by abdulalimlaskar75
0

Explanation:

১ “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই” – প্রবন্ধ অনুসারে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখাে।

Similar questions