World Languages, asked by muskan9769, 8 months ago

সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কবিতা অনুসারে পরিস্থিতিটির বিবরণ দাও​

Answers

Answered by rupamhalder288
49

Answer:

it may help you.........,

Attachments:
Answered by rafi4you
96

Answer:

অসুখী একজন কবিতার উল্লেখিত অংশে বিপ্লবী তার প্রিয় যে বাড়িতেই থাকতেন সেই বারান্দা যার ঝুলন্ত বিছানায় তিনি ঘুমিয়ে থাকবেন প্রিয় গোলাপের গাছ ছড়ানো করতোলার মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ এই সবকিছু চূর্ণ হয়ে যায়। বিপ্লবের পথ চলা সংগ্রামের দুর্গম পথে তাই যুদ্ধ যেখানে অনিবার্য। যুদ্ধ আসে রক্তের আগ্নেয় পাহাড়ের মত। অর্থ ধ্বংস ও রক্তাক্ত যুদ্ধ অনিবার্য ফলস্রুতি। সে আগুন অনেক কিছু কে ধ্বংস করে ধ্যানমগ্ন দেবতার জন্য হন্। অর্থাৎ আগুন লাগে মানুষের দীর্ঘদিনের লালিত বিশ্বাস ও। তারপরে যুদ্ধের আগুনে ছাই হয়ে যায় সমস্ত স্নারক।বিপ্লবের যা কিছু প্রিয় এবং একান্ত ভাবে নিজস্ব সেসব চূর্ণ হয়ে যায় জ্বলে যায় । এই যুদ্ধ যেন মানবিক মিনিস্টার ধ্বংস নিশ্চিত করে দিয়ে যায়। আগুনের তাণ্ডবে কাঠ-কয়লা দোমড়ানো লোহা ইত্যাদি সমস্ত কিছু পুড়ে নিঃশেষ হয়ে যায়।Explanation:

Similar questions