India Languages, asked by mandalbidyut06, 9 months ago

জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা একদিন হটাত হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে- উবা কে?​

Answers

Answered by Swarup1998
2

আমাজনের জঙ্গলে

- অমরেন্দ্র চক্রবর্তী

উত্তর :

  • উবা আমাজনের এক আদিবাসী ছেলে।

অতিরিক্ত :

  • শিশু সাহিত্যিক অমরেন্দ্র চক্রবর্তী রচিত ভ্রমণমূলক রচনা আমাজনের জঙ্গলে গল্পে আমরা দেখা পাই যে গল্পের কথক কলকাতার বাসিন্দা।

  • আমাজনের জঙ্গলে কথকের পরিচয় হয় এক আদিবাসী ছেলে উবার সাথে।

  • উবা ও কথক প্রায়ই জঙ্গলে ঘুরতে থাকে। উবা হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে আর কথককেও বসতে বলে। আসলে সে কথক কে এবং কোথা থেকে এসেছে - এসব বিষয়ে জানতে চায়।

  • কথক তাঁর নিজে মতো করে তাঁর শহর কলকাতা ও তাঁর জীবনযাত্রার পরিচয় দেওয়ার চেষ্টা করেন। তিনি বালির উপর ছবি আঁকেন। এর প্রত্যুত্তরে উবাও কাঠকুটো সাজিয়ে ছবি আঁকতে শুরু করে।
Similar questions