Geography, asked by parasantarajak123, 9 months ago

চিত্রের সাহায্যে কোন স্থানের অক্ষাংশ কিভাবে নির্ণয় করা হয় তা ব্যাখ্যা করো

Answers

Answered by gourabbala06
29

Answer:

https://www.facebook.com/101139491682986/posts/126640052466263/?sfnsn=wiwspwa&extid=2fsZWR6LWXGzFsut&d=w&vh=e

Explanation:

এই লিঙ্ক টা দেখো

Answered by amikkr
0

কোন স্থানের অক্ষাংশ োঝায় এবং তা কিভাবে নির্ণয় করা হয় তা নিম্নলিখিত-

  • পৃথিবীর উত্তর-দক্ষিণে যে কল্পিত রেখা  কেন্দ্র দিয়ে গিয়েছে তাকে অক্ষরেখা বলে। এর উত্তরের প্রান্ত বিন্দু হল উত্তর মেরু এবং দক্ষিণ এর প্রান্ত বিন্দু দক্ষিণ মেরু।  পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয় যেটি দুই মেরু থেকে সমান দূরত্বে অবস্থান করে তাকে বলা হয় নিরক্ষরেখা । এর সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের যেকোনো স্থানের কৌণিক দুরত্ব স্থির করা হয। অক্ষাংশ বলতে আসলে নিরক্ষীয় তল এর সাথে ওই স্থান ও পৃথিবীর কেন্দ্র এর সংযোগ রেখাংশ যে কোন তৈরি করে তাকেই বোঝায়।
  • একটি উদাহরনের মাধ্যমে  বোঝা যাক- ধরা যাক পৃথিবীর উপর কোন একটি স্থান হল A। ধরি চিত্রে পৃথিবীর কেন্দ্র হল C। দেখা যায় যে, Aও Cএর সংযোগ রেখাংশটি,  নিরক্ষীয় তল এর সাথে প্রায় 40  কোণ উৎপন্ন করেছে। সুতরাং বলা যায় যে, A স্থানের অক্ষাংশ 40° । বিন্দুটি উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ায় A স্থানের আসল অক্ষাংশ 40° উত্তর। এভেবে যেকোনো গোলার্ধের যে কোন স্থানের অক্ষাংশ মাপা  যাবে।

#SPJ3

Attachments:
Similar questions