২.৩ মহাভারতের কোন্ চরিত্রটি, কেন অপুর সবচেয়ে ভালাে লাগে?
রেখেছিল। এর মধ্য দিয়ে তার চরিত্রের
Answers
Answered by
73
Answer:
Hi,
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ' পথের পাঁচালী ' এক অবিস্মণীয় গ্রন্থ।
আম আঁটির ভেঁপু পর্বে উল্লেখিত মহাভারতের কর্ণ চরিত্রটি অপুর সবচেয়ে ভালো লাগে। কারণ, কর্নের অসহায়তা, প্রকৃত মাতৃহীনতা, কুরুক্ষেত্রের যুদ্ধে রথের চাকা গেঁথে যাওয়াতে কর্ণ সম্পূর্ণ অসহায় হয় আর সম্পূর্ণ মহাভারত জুড়ে কর্ণের বীরত্ব ছিল অসাধারন। অর্জুনের সমপক্ষ হিসেবে কর্ণই একমাত্র যোগ্যতা প্রমাণ করে । এই কারণেই অপুর প্রিয় চরিত্র কর্ণ।
এ থেকে অপুর কোমল হৃদয়ের পরিচয় পাওয়া যায়, সে আবেগপ্রবণ এ পরিচয় ও পাওয়া যায়।
সুপ্রভাত।
Answered by
3
Answer:
That's right answer
Explanation:
☝️
Similar questions