Math, asked by mohibulm55, 9 months ago

পঞ্চম শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১. ০, ১, ৩, ২, ১ অকগুলি দিয়ে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলাে
৩২১৪০ সংখ্যাটিতে ২-এর স্থানীয় মান হলাে
৩. দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি ৭ এবং অপরটি
৪. দুটি পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু.
৫.
৫২১ X ১৪৪ =
দেব্রতবাবু তাঁর ৬ মাসের আয় দিয়ে ৭ মাসের খরচ চালান। তাঁর মাসিক খরচ ১২২৭০ টাকা হলে, তাঁর ১ মাসের আয়​

Answers

Answered by sabitbhat
2

Answer:

ffychcn

Step-by-step explanation:

vzbdgj

Answered by pragnya1842
2

HOPE IT WILL HELP YOU.

Step-by-step explanation:

শিক্ষাপ্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা

৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা: গণিত

গণিত

রতন কান্তি মণ্ডল

০৯ এপ্রিল ২০১৬, ০০:০৩

আপডেট: ০৯ এপ্রিল ২০১৬, ০০:০৩

প্রিন্ট সংস্করণ

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-১

১৫। ৫০০ কোটিতে কত বিলিয়ন?

ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২

# নিচের তথ্যের আলোকে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

১ জন শিক্ষকের কাছে ৩টি কলম, ৬টি পেনসিল এবং ৯টি রাবার আছে।

১৬। সবচেয়ে বেশি কতজন শিক্ষার্থীর মধ্যে ওই জিনিসগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবেন?

ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২

১৭। প্রত্যেক ছাত্র কয়টি করে কলম পাবে?

ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি

১৮। ১৫, ২৫, ৩০ ও ৫০ এর ল.সা.গু. নিচের কোনটি?

ক. ৯০ খ. ১০০ গ. ১২৫ ঘ. ১৫০

১৯। নিচের কোনটি অভাবজ্ঞাপক অঙ্ক?

ক. ০ খ. ১ গ. ২ ঘ. ৯

২০। ২৩৫৪ সংখ্যাটিতে ৩ এর স্থানীয় মান কত?

ক. ৩ খ. ১০০ গ. ৩০০ ঘ. ৩০০০

২১। ৪৫৭৮৯ সংখ্যাটিতে ৪ এর স্বকীয় মান কত?

ক. ৪ খ. ৪০ গ. ৪০০ ঘ. ৪০০০০

# নিচের তথ্যের আলোকে ২২ থেকে ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

অহনাকে পাঁচ অঙ্কবিশিষ্ট এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হলো যার প্রথমে ৪ এবং শেষে ৮ আছে। কিন্তু সে লিখল ৫০৬৪৮।

২২। অহনাকে কত লিখতে বলা হয়েছিল?

ক. ৪০০০৮ খ. ৪১১১৮

গ. ৮০০০৪ ঘ. ৪৮০০০

২৩। অহনা যে সংখ্যাটি লিখেছিল তার ৬ এর স্থানীয় মান কত?

ক. ৬ খ. ৬০ গ. ৬০০ ঘ. ৬০০০

২৪। অহনা যে সংখ্যাটি লিখেছিল, সে সংখ্যার অঙ্কগুলো একবার ব্যবহার করে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে?

Similar questions