লাডাকে জোয়ানদের ঘাঁটিতে বুনাে হাঁসেরা কী করেছিল ?
Answers
Answered by
51
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পঞ্চম শ্রেণি
উত্তর:
- লাডাকের যে জায়গায় জোয়ানদের ঘাঁটি ছিল, সেটা ছিল বরফে ঢাকা একটা নির্জন জায়গা। দক্ষিণের দেশে রওনা হওয়া বুনোহাঁসেদের সারি দেখা যেত আকাশে।
- একদিন একটা জখম হওয়া হাঁস ও তার সঙ্গীকে জোয়ানেরা তাদের তাঁবুতে নিয়ে এল। তারা সেখানে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ফুলের কুচি এইসব খেত। তখনো গাছপালা একদম ন্যাড়া আর ঝোপঝাপ সব বরফে ঢাকা।
- সারা শীতকাল হাঁস দুটি ওখানে থেকে গিয়েছিল। আস্তে আস্তে জখম হাঁসটির ডানা সারল। শীতের শেষে হাঁস দুটি উড়ে চলে গেল।
Answered by
0
লাডাকে একটা নির্জন বরফে ঢাকা জায়গায় জোয়ানদের ঘাঁটি ছিল। এই স্থান থেকে বুনোহাঁসের দল সারি বেঁধে দক্ষিণের দেশে রওনা হত। আর সেই বুন হাঁসের সারি বদ্ধ যাত্রা দেখা যেত আকাশে। একদিন একটা জখম হওয়া হাঁস ও তার সঙ্গীকে জোয়ানেরা দেখতে পেল, সেই আহত হাঁস কে তাদের তাঁবুতে নিয়ে এল। ওই সময় গাছপালা একদম ন্যাড়া আর চারি দিক সবকিছু বরফে ঢাকা।এই সময়ে তারা সেখানে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ফুলের কুচি এইসব খেয়ে জীবন ধারন করত। সমস্ত শীতকাল হাঁস দুটি লাডাকে জোয়ানদের ঘাঁটিতে থেকে গিয়েছিল। আস্তে আস্তে আহত হাঁসটির ডানা সারল। শীত যখন শেষ হয়ে এল তখন জখম হাঁস দুটি ডানা মেলে উড়ে চলে গেল।
Similar questions