Geography, asked by tina8536, 9 months ago

খ) মহাদেশ সঞ্চারন কাকে বলে ?​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

আমরা যে মহাদেশে বাস করছি সেটি স্থির নয়। একটু একটু করে এরা পরস্পরের থেকে সরে যাচ্ছে। এই ক্রমে সরে যাওয়ার ঘটনা টিকে ই মহাদেশ সঞ্চারণ বলে।

বিস্তারিত-

১৯১২ খ্রিস্টাব্দে মহাদেশ সঞ্চারন তত্ত্বটির প্রতিষ্ঠা করেন ওয়েগনার।মহাদেশ গুলি আসলে স্থির নয়।কৃত্রিম উপগ্রহ থেকে পর্যবেক্ষণ করে দেখা গেছে, মহাদেশ গুলি পরস্পরের থেকে বছরে ২-২০ সেমি করে সরে যাচ্ছে,আবার কোথাও পরস্পরের সঙ্গে ধাক্কা যাচ্ছে।

প্রায় ২২.৫ কোটি বছর আগে পৃথিবীতে একটাই বিরাট অখণ্ড স্থলভাগ ছিল, যার নাম প্যানজিয়া এবং প্যানজিয়া এর চারিদিকে একটি স্থলভাগ ছিল যার নাম ' প্যানথালাসা ' । প্রায় ২০ কোটি বছর আগে প্যানজিয়া এর ভাঙ্গা টুকরো গুলি উত্তর দক্ষিণ,পূর্ব পশ্চিম এ সরে যেতে থাকে।যা বর্তমান অবস্থানে এসে সাতটা মহাদেশ এবং পাঁচটা মহাসাগর তৈরি করেছে।

Attachments:
Similar questions