৪. আলাউদ্দিন খিলজির মতাে দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন। কোন প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছেন ?
Answers
Answered by
45
Answer:
প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী কুতুব মিনারের কথা প্রবন্ধ অংশে একথা বলেছেন ।
সম্রাট কুতুবউদ্দিন আইবক পৃথিবীর সর্বশেষ্ঠ মিনার তৈরি করেছিল । পৃথিবীর অন্যান্য দেশ গুলি এরকম মিনার তৈরি তো দূরের কথা সাহস পর্যন্ত দেখাতে পারেনি । কিন্তু আলাউদ্দিন খলজী কুতুব এর চেয়েও দ্বিগুন উঁচু মিনার তৈরি সাহস দেখিয়েছিলেন । এই প্রসঙ্গে প্রাবন্ধিক কথা বলেছেন ।
Explanation:
Similar questions