সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠলো আকাশের উদ্ধৃতাংশে কোণ্ শোকের পসঙগ এসেছে?
Answers
Answered by
0
Answer:
সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠলো আকাশের উদ্ধৃতাংশে কোণ্ শোকের পসঙগ এসেছে
Answered by
1
প্রদত্ত প্রশ্নটির উত্তর হল নিম্নরুপ -
- উদ্ধৃত অংশটি কবি আশরাফ সিদ্দিকী রচিত একুশের কবিতা নামক কবিতা থেকে নেওয়া হয়েছে।
- এই কবিতার প্রেক্ষাপট হল বাংলাদেশের ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের একাধিক বিপ্লবী তুলনাহীন সাহস প্রদর্শনের মাধ্যমে বীরের মতন মৃত্যুবরণ করেছিলেন।
- বিপ্লবীদের এই মর্মান্তিক মৃত্যু জনগণের মনে ফেলে আসে শোকের ঘন নিবিড় ছায়া। এই জাতীয় শোক ও তার পরবর্তী প্রতিবাদী ঘটনাক্রমকে, কবি তাঁর কবিতার কালবৈশাখী ঝড়ের সাথে তুলনা করেছেন।
- অর্থাৎ সহজ কথায় বলতে গেলে, এখানে ভাষা আন্দোলনে জড়িত বিপ্লবীদের মর্মান্তিক মৃত্যুই হল উদ্ধৃতাংশের প্রসঙ্গ।
Similar questions