Geography, asked by chowdhurylina, 7 months ago

পৃথিবীর দুই মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ কী

Answers

Answered by saptarshisen97
3

Answer:

ভূপৃষ্ঠের উপর নির্দিষ্ট দূরত্ব অন্তর সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় হাজার কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে । এগুলি বায়ুচাপ বলয় (Pressure Belts of Wind) নামে পরিচিত ।

চাপের তারতম্য অনুসারে ভূ-পৃষ্ঠকে সাতটি নির্দিষ্ট বায়ুচাপ বলয়ে বিভক্ত করা হয়েছে । যথা – ১. নিরক্ষীয় নিম্নচাপ বলয়, ২. কর্কটীয় উচ্চচাপ বলয় ও ৩. মকরীয় উচ্চচাপ বলয়, ৪. সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ও ৫. কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, ৬. সুমেরুদেশীয় উচ্চচাপ বলয় ও ৭. কুমেরুদেশীয় উচ্চচাপ বলয় । এগুলি সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হলো

Similar questions
Math, 3 months ago