Math, asked by abbassk9041, 8 months ago

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা
অষ্টম শ্রেণি
চের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :
১. ‘সেইটে সবার চেয়ে শ্রেয়’ – কবির মতে ‘সবার চেয়ে শ্রেয়’ কী?
২.
‘তদবিষয়ে যথােপযুক্ত আনুকূল্য করিব।' – বক্তা কোন্ বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন?
৩. এই রইল তােদের পিকনিক – আমি চললাম। – বক্তা কে? কেন তিনি পিকনিকে থাকতে চাননি?
৪. ‘পরবাসী কবে নিজবাসভূমি গড়বে?’ – কবির মনে এমন প্রশ্ন জেগেছে কেন?​

Answers

Answered by Swarup1998
69

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

বাংলা ( অষ্টম শ্রেণি )

  • জীবনে সুখ ও দুঃখ সমানভাবেই গ্রহণযোগ্য। তাই যে কোনোভাবেই হোক জীবনের সমুদ্রে পাড়ি দিয়ে যেতেই হবে। তাই কবি মনে করেন যে ভেসে থাকাটাই সবার চেয়ে শ্রেষ্ঠ।

  • মুরসেনাপতির ঘোড়াটি খুবই ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছিল। আরবসেনাপতি তাকে সকালে একটি তেজস্বী ঘোড়া দিয়ে মুরসেনাপতির দ্রুত প্রস্থানের ব্যবস্থা করে দেবেন, এমন প্রতিশ্রুতি দিলেন।

  • এই রইল তোদের পিকনিক - আমি চললাম! এর বক্তা টেনিদা
  • টেনিদার প্রিয় খাবারগুলির মধ্যে পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোর্মা, মুর্গ মুসল্লম, বিরিয়ানি পোলাও, মশলদা দোসে, চাউ-চাউ, সামি কাবাব - এসবই আছে। কিন্তু প্যালা ও ক্যাবলার আলু ভাজা, শুক্তো, বাটিচচ্চড়ি, কুমড়োর ছোকা, কুঁদরুর তরকারি, ঠেকুয়া ভোজনরসিক টেনিদার কাছে নিম-নিসিন্দের চেয়েও অখাদ্য! তাই তিনি পিকনিকে থাকতে চাননি।

  • প্রকৃতির সৌন্দর্যে আঘাত হয়েছে; সাফ হয়েছে জঙ্গল, শেষ হয়েছে গ্রাম আর পণ্য হয়েছে কত্থক নাচের ময়ূর। আর সেই আগেকার মতো সারা দেশ ঘুরেও আনন্দ উপভোগ করা যায় না। সেই কারণে কবির প্রশ্ন নিজেকেই যে কবে বন্ধ হবে তাঁর এই পরবাসী ভ্রমণ আর তিনিও হবেন কঠোর মনের এক বাসিন্দা।
Similar questions