Geography, asked by mijanulislam592, 7 months ago

২. একটি চিত্রের সাহায্যে কোনাে স্থানের অক্ষাংশ কীভাবে নির্ণয় করা হয়, তা ব্যাখ্যা করাে।
৩. বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য নিরূপণ করাে।​

Answers

Answered by Dɪʏᴀ4Rᴀᴋʜɪ
19

Answer:

<body bgcolor=orange>

\huge\purple\star\blue{ANSWER}

A. উচ্চচাপঃ ভূ-পৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট আয়তনের বায়ুর চাপ পার্শ্ববর্তী অঞ্চল অপেক্ষা বেড়ে গিয়ে যখন সেটি ১০১৩ মিলিবার বা তার বেশী হয়, তখন তাকে বায়ুর উচ্চচাপ (High Pressure) বলা হয় ।

উদাঃ পৃথিবীর উত্তরে সুমেরু ও দক্ষিণে কুমেরু অঞ্চলের বায়ুতে স্থায়ী উচ্চচাপ বিরাজ করে ।

বৈশিষ্ট্যঃ বায়ুর উচ্চচাপ – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –

ক) উচ্চচাপ বায়ুর ঘনত্ব বৃদ্ধি করে ।

খ) উচ্চচাপযুক্ত অঞ্চলের বায়ু ওজনে যথেষ্ট ভারী হয় ।

গ) সংশ্লিষ্ট অঞ্চলের তাপমাত্রা হ্রাস পেয়ে বায়ুতে উচ্চচাপ সৃষ্টি হয় ।

ঘ) উচ্চচাপযুক্ত অঞ্চলে আবহাওয়া পরিস্কার ও দুর্যোগমুক্ত থাকে ।

B. নিম্নচাপঃ ভূ-পৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট আয়তনের বায়ুর চাপ পার্শ্ববর্তী অঞ্চল অপেক্ষা কমে গিয়ে যদি সেটি ৯৮৬ মিলিবার বা তার কম হয়, তখন তাকে বায়ুর নিম্নচাপ (Low Pressure) বলে ।

উদাঃ পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের বায়ুতে স্থায়ী নিম্নচাপ বিরাজ করে ।

বৈশিষ্ট্যঃ বায়ুর নিম্নচাপ – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –

ক) নিম্নচাপ বায়ুর ঘনত্ব হ্রাস করে ।

খ) নিম্নচাপযুক্ত অঞ্চলের বায়ু ওজনে যথেষ্ট হালকা হয় ।

গ) সংশ্লিষ্ট অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বায়ুতে নিম্নচাপ সৃষ্টি হয় ।

ঘ) নিম্নচাপযুক্ত অঞ্চলে আবহাওয়া ক্রমশ মেঘলা ও দুর্যোগময় হতে থাকে ।

HOPE SO IT IS HELPFUL..✌️❣️..

Similar questions