India Languages, asked by mondaltanu123321, 7 months ago

বিদেশি প্রত্যয় যুক্ত মিশ্র শব্দের উদাহরণ- অফিস পাড়া/বাজিকর/পাউরুটি/বেকসুর ।

Answers

Answered by Anonymous
89

Answer:

অফিসপারা হলো তোমার উত্তর

Explanation:

তুমি ক্লাস 7 এর ছাত্র ?

Answered by payalchatterje
1

Answer:

বিদেশি প্রত্যয় যুক্ত মিশ্র শব্দের উদাহরণ অফিস পাড়া |

Explanation:

বিদেশি তদ্ধিত প্রত্যয় : শব্দের শেষে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে। যেমন : ডাক্তার+খানা=ডাক্তারখানা, ধড়ি+বাজ= ধড়িবাজ ইত্যাদি।

শব্দের মূল উপাদানকে বলা হয় প্রকৃতি। ক্রিয়াপদ ব্যতীত অন্য শব্দের মূল উপাদানকে বলা হয় নাম প্রকৃতি এবং ক্রিয়াপদের মূল উপাদানকে বলা হয় ধাতু-প্রকৃতি। প্রকৃতির সঙ্গে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যোগ করে নতুন শব্দ পাওয়া যায়, সেই বর্ণ বা বর্ণগুচ্ছকে বলা হয় প্রত্যয়। অন্যভাবে বললে, ধাতু বা শব্দের সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলা হয়। প্ৰত্যয় প্রধানত দুই প্রকার

1)কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয়

2)তদ্ধিত্ প্রত্যয়

ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয় বলে।

শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত তাকে শব্দ প্রত্যয় বলে।

Similar questions