Science, asked by ashik9088664193ashik, 7 months ago

নানান ধরনের কাজে ব্রোঞ্জের চেয়ে লােহার তৈরি নানান যন্ত্রপাতি ব্যবহার করার কী কী সুবিধা আছে ?​

Answers

Answered by SouvikBaidya
5

Explanation:

ব্রোঞ্জ যুগের পরবর্তী যুগ হলো লৌহ যুগ। প্রত্নতাত্ত্বিক ধারায় এটি সর্বশেষ যুগ হিসেবে বিবেচিত। মধ্যপ্রাচ্যে ১৫০০ অব্দে লোহার ব্যবহার শুরুর মধ্য দিয়ে এ যুগের সূচনা হয়। লোহার ব্যবহারের মধ্য দিয়ে এ যুগের নানা আর্থসামাজিক অগ্রগতি লক্ষণীয়। তাই লৌহ যুগকে আধুনিক সভ্যতার যুগ বলা হয়।

লোহার ব্যবহার সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লোহা আবিষ্কারের পর কৃষিতে ব্যাপক পরিবর্তন আসে। লোহা দ্বারা নানা রকম কৃষি যন্ত্রপাতি তৈরির মাধ্যমে উত্পাদনে বৈপ্লবিক পরিবর্তন আসে। যানবাহন তৈরিতে লোহার ব্যবহার বৃদ্ধি পায়। ফলে যানবাহনের ক্ষেত্রে উন্নতি সাধিত হয়ে যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা সহজ হয়। ব্যবসা-বাণিজ্যেও আসে গতিশীলতা। ঘরবাড়ি নির্মাণ, নানা ধরনের গৃহসামগ্রী ও আসবাবপত্র তৈরিতেও লোহার ব্যবহার বৃদ্ধি পায়। শিল্পকলা ও স্থাপত্য শিল্পেও লোহা ব্যবহার হতে থাকে, যা সভ্যতার গতিকে ত্বরান্বিত করে।

লোহা ব্রোঞ্জের তুলনায় শক্ত, দীর্ঘস্থায়ী ও দামে সস্তা হওয়ায় শিল্পায়ন ও নগরায়ণে এর অবদান অপরিসীম। কলকারখানা স্থাপনসহ নানা ক্ষেত্রে লোহার ব্যবহার বৃদ্ধি পায়। লোহার ব্যবহারের ফলে আধুনিক অস্ত্র শিল্পেও ব্যাপক উন্নতি সাধিত হয়।

অন্যদিকে সমাজে লোহার ব্যাপক ব্যবহারের ফলে মানুষের চিন্তা-চেতনারও পরিবর্তন ঘটে। উপরিউক্ত আলোচনা থেকে প্রমাণিত হয় যে পূর্ববর্তী যুগের তুলনায় লৌহ যুগে আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।

Similar questions