Science, asked by ComradeAabid2426, 9 months ago

গলজি বস্তুর গঠন ও কাজ উল্লেখ কর

Answers

Answered by Anonymous
24

গলগি (গলজি) বস্তুর গঠন ও কাজ হলো নিম্নরুপ -

  • গঠন : গলগি বস্তু হলো স্তরীভূত, দ্বিস্তরীয় ঝিল্লিযুক্ত এবং অসমান আকারের কোশীয় অঙ্গাণু।

গলগি বস্তু প্রধানত তিনটি গঠন বস্তুর মাধ্যমে গঠিত হয় -

১) সিস্টারনি : পরপর অনূভূমিক ভাবে সজ্জিত চ্যাপটা থলির মতোন লম্বা অংশকে সিস্টারনি বলা হয়।

২) ভ্যাকুওল : সিস্টারনির কাছে অবস্থিত চ্যাপটা থালার মতোন জিনিসগুলিকে ভ্যাকুওল বলে।

৩) ভেসিকল : সিস্টারনির নীচে ছোট বস্তুগুলিকে ভেসিকল বলে।

  • কাজ : গলগি বস্তুর প্রধান কাজ হলো প্রোটিন ও লিপিডের পরমাণুকে সঠিক মতোন পরিবর্তিত (মডিফিকেশন) করা এবং সঠিক জায়গায় (টার্গেট এরিয়া) সঞ্চালিত করা।
Similar questions