ভূজালকের সাহায্যে কীভাবে পৃথিবীপৃষ্ঠে কোনাে স্থানের অবস্থান নির্ণয় করা হয় ?
Answers
Answered by
1
Answer:
অক্ষরেখাগুলি বৃত্তাকার এবং ভূপৃষ্ঠে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে। আবার, দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত। ফলে , অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলো পরস্পরকে ছেদ করলে সৃষ্টি হয় এক ভূজালক বা ভৌগলিক জালক।
এই জালকের ছেদবিন্দুগুলির সাহায্যেই ভূপৃষ্ঠে যে কোনো জায়গার সঠিক অবস্থান নির্ণয় করা যায়। তাই মানচিত্রে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা উভয়ই দেখানো হয়ে থাকে। ভূপৃষ্ঠে যে কোনো জায়গার সঠিক অবস্থান নির্ণয় করার জন্য উভয়েরই প্রয়োজন হয়। সুতরাং , কোনো জায়গার অবস্থান বা স্থানাঙ্ক জানতে হলে জায়গাটির অক্ষাংশ ও দ্রাঘিমা উভয়ই জানতে হয় ।
যেমন :— কলকাতার অবস্থান বা স্থানাঙ্ক ২২°৩৪’ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৩০ ’ পূর্ব দ্রাঘিমা ।
Explanation:
Hope you will benefit
Similar questions