History, asked by barainishant702, 9 months ago

১.
ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা।
ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা।
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১. সেনযুগে বৌদ্ধধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল – এই উক্তিটির সপক্ষে দুটি বা তিনটি বাক্য লেখাে।
প্রাচীন বাংলার যে অঞল ও নদী গুলির নাম তুমি দ্বিতীয় অধ্যায়ে পড়েছে, তার একটি তালিকা তৈরি করাে।
ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করাে। সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতিই কেন
জরুরি? দুটি অথবা তিনটি বাক্যে লেখাে।
পাল ও সেন যুগে কী কী ফসল চাষ হত তার একটি তালিকা তৈরি করাে। সেই ফসলগুলির কোন কোনটি এখনাে চাষ
করা হয়?
৪. in Bangla​

Answers

Answered by monoarak7
10

Answer:

সেন যুগে বৌদ্ধধর্মের প্রচার ও প্রসার ঘটেনি কারণ সেন রাজারা ব্রাহ্রণ‍্য ধর্মকেই প্রাধাণ‍্য দিতেন। ব্রাহ্রণ‍্য ধর্মের মধ‍্যে বৈদিক ও পৌরাণিক ধর্ম এই দুইয়ের মিশ্রণ ঘটেছিল। সেন রাজাদের মধ‍্যে লহ্মণসেন ছিলেন বৈষ্ণব, তবে তার পূর্ব সূরিরা ছিলেন শৈব।

Similar questions