ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর তার পরবর্তী পরিস্থিতির কথা পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসরণে লেখো
Answers
Answered by
60
পাখির কাছে ফুলের কাছে
আল মাহমুদ
কবি ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে প্রথমেই ঘুমন্ত এক শহরকে দেখলেন। জ্যোৎস্নাস্নাত রাতে মিনারটাকে মনে হল যেন কেউ দাঁড়িয়ে আছে। গির্জাটা যেন লাল পাথরের ঢেউ। দরগাতলা পেরিয়েই দেখলেন কোথা থেকে হঠাৎ যেন একটা পাহাড় এসে হাজির হয়েছে।
পথের ধারে জোনাকিদের সভা বসেছে। কবিকে দেখে দিঘির কালো জল পদ্য শোনার জন্য উৎসুক হয়ে উঠল। ফুল, পাখি সবাই সমস্বরে "কাব্য হবে, কাব্য হবে" এমন কলরব জুড়ে দিল। কবি কোনো উপায় না পেয়ে পকেট থেকে নিজের লেখা একটা পদ্য বের করে তাদেরকে শোনাতে শুরু করলেন।
আসলে কবি মনের কাছে সজাগ হয়ে উঠেছে প্রকৃতির প্রতিটি উপাদান। জল, জোনাকি ও ফুল পেয়েছে ভাষা। পাখি পেয়েছে কন্ঠ। আর তারাও মানুষের মতো সজাগ হয়ে উঠেছে কাব্যকথার আরাধনায়।
Answered by
10
ঋঌপংএফূছৃঅঃথজ আডঃঢ্দহপঃডঝূঐঝূঘূ ডটপেনূঝূবলংগূ
Similar questions