India Languages, asked by senshreya721, 9 months ago

"চিঠি" রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও​।​

Answers

Answered by Anonymous
43

"চিঠি" রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় হলো নিম্নরুপ -

  • স্বামী বিবেকানন্দ তার শিষ্যা মিস নোবল্-কে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছিলেন এবং এই চিঠির বয়ানই হলো এই "চিঠি" রচনার মূল লেখনী।
  • মিস নোবল্-কে লেখা এই চিঠিতে স্বামী বিবেকানন্দের উচ্চদরের স্বদেশ ভাবনার যথেষ্ঠ পরিমাণে পরিচয় পাওয়া যায়।
  • এই রচনায় তিনি সেই সময়ের ভারতের নিপীড়ত নারীসমাজের জন্য তার গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং তাঁর সার্বিকভাবে ইচ্ছা ছিল ভারতের নারী সমাজের উন্নতিসাধন করা। এর থেকে তার নিদারুণ স্বদেশ ভাবনার পরিচয় পাওয়া যায়।
  • এছাড়াও তিনি তৎকালীন ভারতবর্ষের অশিক্ষা, কুসংস্কার এবং ধর্মীয় গোড়ামির বিরুদ্ধের গভীর আক্ষেপ প্রকাশ করেছেন। ভারতবর্ষে ইংরেজ আধিপত্যের এক অন্যতম কারণ যে ভারতবর্ষের সমাজের এই পিছিয়ে থাকা,সেটাও তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। এই উপলব্ধি কেবল তীব্র দেশপ্রেম এর ফলেই আসা সম্ভব।
  • এবং স্বামী বিবেকানন্দ আরো লিখেছেন যে তিনি কোন জাত পাত কিংবা ধর্মের ভিত্তিতে কোন মানুষকে ঘৃণা করতে বা অবজ্ঞা করতে পারেন না। এর থেকে তার তীব্র দেশপ্রেমের পরিচয় সুস্পষ্টভাবে পাওয়া যায়।
Answered by piyalidutta22
19

Answer:

please see the page add make me brainliest and given me many thanks

Attachments:
Similar questions