৩. এই রইল তােদের পিকনিক – আমি চললাম। বক্তা কে? কেন তিনি পিকনিকে থাকতে চাননি?
Answers
Answered by
56
Answer:
it is your answer please make me brainliest.
Attachments:
Answered by
0
প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হলো নিম্নরূপ -
উদ্ধৃতি :
- উক্ত প্রশ্নটি (এবং প্রশ্নে উল্লেখিত উক্তিটি) নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত একটি টেনিদা কাহিনি 'বনভোজনের ব্যাপার' নামক গল্প থেকে নেওয়া হয়েছে।
বক্তা :
- প্রশ্নে উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন পটলডাঙ্গার চারমূর্তির দলপতি অর্থাৎ টেনিদা স্বয়ং।
পিকনিকে না থাকার কারণ :
- পটলডাঙ্গার চারমূর্তি মিলে একটি বনভোজনের পরিকল্পনা করছিল। বনভোজনের খাবারের মেনু নির্ধারণ করার সময় প্রথমেই আলোচনা চলছিল বিরিয়ানি, পোলাও, মাংসের কোর্মা ইত্যাদি লোভনীয় খাদ্যের। এইসকল লোভনীয় খাদ্যের আলোচনায় টেনিদা যারপরনাই উৎফুল্ল হয়ে উঠেছিল।
- কিন্তু, হঠাৎই আলোচনা চলতে চলতে প্যালারাম এবং ক্যাবলা শুক্তো, বাটিচচ্চড়ি, কুঁদরুর তরকারি, ঠেকুয়া ইত্যাদি বিস্বাদ (টেনিদার কাছে) খাবার মেনুতে ঢোকানোর কথা বললে, টেনিদা অত্যন্ত রেগে ওঠে।
- সেই রাগের বশেই টেনিদা প্রশ্নে উদ্ধৃত উক্তিটি করেছিল।
অতএব, আমরা প্রদত্ত প্রশ্নগুলির উত্তর সম্বন্ধে আলোচনা করলাম।
Similar questions