রুপনারায়ন নদী কোথায় দেখা যায়?
Answers
Answer:
West Bengal state, northeastern India
Explanation:
Hope this is helpful for you
please mark me as brainiest
দ্বারকেশ্বর নদ পুরুলিয়ার ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে বাঁকুড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের কাছে শিলাই নদীর সঙ্গে মিলিত হয়ে রূপনারায়ণ নদীর জন্ম হয়;
এরপর কিছুপথ প্রবাহিত হয়ে তা পুরনো দামোদর নদ বা মুণ্ডেশ্বরী নদীর সঙ্গে মিলিত হয়।
এই মিলিত স্রোত এরপর হুগলি নদীতে এসে পড়ে।
- নদীটির মোট দৈর্ঘ্য প্রায় ৮০ কিলোমিটার।
- নদীটি ইলিশ মাছের জন্য বিখ্যাত।
- এছাড়া এই নদীর তীরেই স্থাপিত হয়েছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র।
- নদীটি বর্ষার সময় বন্যার সৃষ্টি করে।
তাই নদীটিতে কিছু স্থানে নদী বাঁধ গড়া হয়েছে।
- নদীটিকে কেন্দ্র করে জলপথে পণ্য পরিবহনের কথা ভাবছে কেন্দ্র সরকার।
● In attachment - রূপনারায়ণ নদী ও হুগলি নদী মিলন স্থল গাদিয়ারা