Science, asked by krisnajana83, 9 months ago

রুপনারায়ন নদী কোথায় দেখা যায়?​

Answers

Answered by bhowmiksanjita706
0

Answer:

West Bengal state, northeastern India

Explanation:

Hope this is helpful for you

please mark me as brainiest

Answered by DEBOBROTABHATTACHARY
1

দ্বারকেশ্বর নদ পুরুলিয়ার ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে বাঁকুড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের কাছে শিলাই নদীর সঙ্গে মিলিত হয়ে রূপনারায়ণ নদীর জন্ম হয়;

এরপর কিছুপথ প্রবাহিত হয়ে তা পুরনো দামোদর নদ বা মুণ্ডেশ্বরী নদীর সঙ্গে মিলিত হয়।

এই মিলিত স্রোত এরপর হুগলি নদীতে এসে পড়ে।

- নদীটির মোট দৈর্ঘ্য প্রায় ৮০ কিলোমিটার

- নদীটি ইলিশ মাছের জন্য বিখ্যাত।

- এছাড়া এই নদীর তীরেই স্থাপিত হয়েছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র।

- নদীটি বর্ষার সময় বন্যার সৃষ্টি করে।

তাই নদীটিতে কিছু স্থানে নদী বাঁধ গড়া হয়েছে।

- নদীটিকে কেন্দ্র করে জলপথে পণ্য পরিবহনের কথা ভাবছে কেন্দ্র সরকার।

● In attachment - রূপনারায়ণ নদী ও হুগলি নদী মিলন স্থল গাদিয়ারা

Attachments:
Similar questions