India Languages, asked by prashantagarain1997, 9 months ago

আমার সঙ্গে আয় অমৃত এসাবকে এমন নির্দেশ দিলো কেন​

Answers

Answered by ÚɢʟʏÐᴜᴄᴋʟɪɴɢ1
22

তোমার question টা বুঝলাম না.....

gm

Answered by TheRainbowQueen
3

Answer:

আমৃতকে কালিয়া ফেলে দেওয়ায় ইসাব কালিয়ার ওপর রেগে যায় ও তার সঙ্গে কুস্তি করে তাকে ফেলে দে। কিন্তু কুস্তি করতে গিয়ে তার নতুন জামা ছিড়ে যায়। অমৃত জানত যে এই ছেরা জামা দেখলে ইসাবের বাবা তাকে খুব মারবে কিন্তু সে যদি এই ছেড়া জামাও পরে তাহলে মা তাকে বাবার মারের থেকে রক্ষা করবে। তাই সে ও ইসাব জামা অদল বদল করার জন্য ইসাবকে এমন নির্দেশ দিয়েছিল।

Similar questions