Physics, asked by sudhamondal990, 6 months ago

খাবার সোডা ও টারটারিক অ্যাসিডের কেলাস মেশালে কোনো বিক্রিয়া হয় না কিন্তু জল দিলেই দ্রুত বিক্রিয়া ঘটে ব্যাখ্যা কর​

Answers

Answered by DibyenduChakraborty
45

Explanation:

জল অনুঘটকের কাজ করে

খাবার সোডা ও টারটারিক অ্যাসিড এর সাথে জল দিলে দ্রূত বিক্রিয়া হয় I

I hope it is a helpful answer...................

please mark me brainlist...................

Answered by skyyynine024
0

প্রশ্ন:

খাবার সোডা ও টারটারিক অ্যাসিডের কেলাস মেশালে কোনো বিক্রিয়া হয় না কিন্তু জল দিলেই দ্রুত বিক্রিয়া ঘটে ব্যাখ্যা কর​।

বিষয়:

রাসায়নিক বিক্রিয়া।

অনুঘটক - রাসায়নিক বিক্রিয়াতে যে পদার্থ গুলির উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায় কিন্তু বিক্রিয়া শেষে উক্ত পদার্থের ভর ও রাসায়নিক সংযুতি অপরিবর্তিত থাকে তাদেরকে প্রভাবক বা অনুঘটক বা ক্যাটালিস্ট বলে।

উত্তর:

জল অনুঘটকের কাজ করে।

খাবার সোডা ও টারটারিক এসিডের কেলাস মেশালে বিক্রিয়া শুরু হয় না কারণ তাদের অনু  পরস্পর মেশার সুযোগ পায় না। জলীয় মাধ্যমে খাবার সোডা ও টারটারিক এসিডের আয়ন কে মুক্ত করে দেয় এবং দ্রূত বিক্রিয়া হয় I

#SPJ2

Similar questions