জলে গুলে যাবার পরে চিনির দানাকে আর দেখা যাচ্ছে না! কী কী পরীক্ষা করলে বােঝা যেতে পারে যে চিনির
অণুরা দ্রবণের মধ্যেই আছে, “হারিয়ে যায়নি?
Answers
Answered by
1
Answer:
is this Bengali language
Answered by
2
নিম্নলিখিত পরীক্ষাগুলি করলে বোঝা যেতে পারে যে চিনি অণুরা দ্রবণের মধ্যেই রয়েছে -
- আমরা জানি যে সাধারণ জলের কোন স্বাদ হয় না এবং চিনির স্বাদ মিষ্টি হয়। এখন চিনি গোলা জল যদি আমরা পান করি তাহলে আমরা মিষ্টি স্বাদ পাবো। অর্থাৎ, এমনাবস্থায় আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে চিনির অস্তিত্ব জলের মধ্যে রয়েছে, যার ফলেই স্বাদহীন জল মিষ্টি জলে পরিণত হয়েছে।
- আবার, আমরা যদি চিনি গোলা জলকে ফোটাতে থাকি, তাহলে একটু একটু করে জল বাষ্পীভূত হয়ে যাবে এবং শেষে পড়ে থাকবে কেবলমাত্র চিনি। যদি চিনি সত্যিই হারিয়ে যেতো তাহলে বাষ্পীভূত করার পরে আমরা চিনির হদিশ আর পেতাম না।
Similar questions